এই ব্লগ বা লেকচারের আগের টপিকে আমরা parts of speech এবং তাদের classification শিখেছিলাম। এই পর্বে আমরা শিখবো How to find out parts of speech অর্থাৎ বাক্য থেকে কিভাবে বিভিন্ন parts of speech খুজে বের করা যায়। সাধারণত বাক্যের এক একটি শব্দ এক একটি ভিন্ন part of speech হিসেবে কাজ করে। কিন্তু সব ইংরেজি শব্দের বাংলা অর্থ না জানার কারণে আমার অনেক ক্ষেত্রেই বুঝতে পারিনা কোন শব্দটি কোন part of speech হিসেবে কাজ করছে। তাই আজকে আমরা ২৩ টি clue শিখবো যেগুলো ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোন শব্দটি কোন part of speech হিসেবে বাক্যে কাজ করছে বা বাক্যে ব্যবহার হচ্ছে।

So, let’s learn how to figure out parts of speech!

CLUE-01

শব্দের শেষে [tion] অথবা [sion] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►action, addiction, admiration, affection, caption, coalition, diversion, Fascination, graduation, habitation, Junction, limitation, organization, situation, tension, decision, division, quotation, protection, vision etc.

CLUE-02

শব্দের শেষে [er] অথবা [or] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►player, actor, creator, observer, anchor, singer, dancer, behaviour, colour, trainer, abler, determiner, modifier, alligator, examiner, prosecutor, promoter etc.

CLUE-03

শব্দের শেষে [doom] অথবা [hood] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►brotherhood, childhood, neighbourhood, freedom, kingdom, adulthood, falsehood, boyhood, knighthood, birthdom, owndom, wisdom, random, seldom

CLUE-04

শব্দের শেষে [ness] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►kindness, boldness, adultness, idleness, weakness, anxiousness, wellness, witness, happiness, gratefulness, chariness, cuteness, chillness, business etc.

CLUE-05

শব্দের শেষে [th] অথবা [let] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►birth, both, growth, smooth, truth, earth, cloth, death, depth, health, myth, booklet, bracelet, bullet, armlet, leaflet, outlet.

CLUE-06

শব্দের শেষে [ment] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►employment, environment, advertisement, alignment, agreement, allotment, Shipment, retirement, rudiment, payment, moment, aliment, monument, permanent, parliament, merriment, instrument, investment, judgment etc.

CLUE-07

শব্দের শেষে [ance] অথবা [ence] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►conference, patience, balance, obedience, reluctance, chance, abhorrence, clearance, accidence, absence, innocence, occurrence, offence, permanence, residence, remittance etc.

CLUE-08

শব্দের শেষে [cy] অথবা [ice] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►accuracy, presidency, efficiency, deficiency, affluence, agency, democracy, currency, advice, device, lice, juice, mice, notice, office, service, prejudice, voice, vice, apprentice etc.

CLUE-09

শব্দের শেষে [ty] অথবা [ry] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►beauty, ability, duty, charity, acidity, activity, abnormality, reality, unity, safety, anxiety, adultery, advisory, anniversary, auxiliary, bury, category, century, curry etc.

CLUE-10

শব্দের শেষে [age] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►average, beverage, voyage, marriage, garage, luggage, baggage, carriage, leakage, bondage, footage, homage, hostage, mirage, village, rage, salvage, rampage, sage, stage, shortage, etc.

CLUE-11

শব্দের শেষে [tude / ure] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- NOUN হিসেবে কাজ করে।
►attitude, longitude, fortitude, magnitude, multitude, servitude, pleasure, leisure, treasure, pressure, closure, composure, measure, enclosure, erasure, prude, rectitude, dude

CLUE-12

শব্দের শেষে [able/ible] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►capable, unable, reliable, ignorable, believable, noticeable, countable, comfortable, thinkable, solvable, edible, accessible, collectable, credible, correctible, flexible, eligible, horrible etc.

CLUE-13

শব্দের শেষে [ous/ive] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►ambiguous, ambitious, amorous, famous, courageous, autonomous, fabulous, industrious, heinous, serious, victorious, virtuous, active, passive, native, collective, affirmative, negative, alive, conclusive, creative, detective, detective, etc.

CLUE-14

শব্দের শেষে [ant/ent] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►important, significant, relevant, reluctant, ignorant, permanent, absorbent, absent, urgent, different, diligent, elegant, fluent, patient, prudent, innocent, abundant, brilliant, vibrant etc.

CLUE-15

শব্দের শেষে [al/le] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►abnormal, artificial, actual, royal, alluvial, beneficial, logical, local, commercial, vocal, biological, political. Social, gentle, addle, feeble, exile, wholesale, whole, vile, fertile etc.

CLUE-16

শব্দের শেষে [ful] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►beautiful, spoonful, awful, boastful, faithful, gleeful, colourful, harmful, cheerful, joyful, grateful, disgraceful, dutiful, dreadful, manful, helpful, fruitful, forgetful, handful, skilful, tactful, thankful etc.

CLUE-17

শব্দের শেষে [er/est] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►taller, tallest, smaller, smallest, nicer, nicest, greater, greatest, lovelier, liveliest, poorer, poorest, richer, richest, prettier, prettiest, cuter, cutest, smarter, smartest, cooler, coolest etc.

NOTE: আমরা জানি যে শব্দে শেষে er থাকলে তা noun হিসেবেও কাজ করে। তাই এই অংশে একটু শতর্ক থাকতে হবে – শব্দটি আসলে noun না adjective!

CLUE-18

শব্দের শেষে [ic/sive] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►pathetic, public, realistic, Arabic, allergic, biometric, sympathetic, aromatic, antiseptic, basic, specific, abusive, aggressive, decisive, passive, excessive, intensive, massive, offensive etc.

CLUE-19

শব্দের শেষে less থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►aimless, shameless, careless, jobless, reckless, bottomless, ruthless, breathless, beltless, cashless, paperless, chainless, odorless, eggless, gateless, graceless, fearless, fireless, hapless, hopeless etc.

CLUE-20

শব্দের শেষে [an/ry] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►Argentinean, American, Arabian, Asian, Artisan, civilian, cyan, demonian, European, human, Olympian, Necessary, angry, Auxiliary, diary, airy, awry, contrary, dictator, dreary, dry, every etc.

CLUE-21

শব্দের শেষে [ed/ate] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADJECTIVE হিসেবে কাজ করে।
►abandoned, abused, accused, absorbed, shocked, tensed, surprised, killed, healed, fortunate, late, accurate, cognate,  private, initiate, pirate, duplicate etc.

NOTE: শব্দের শেষে [ate] থাকলে সাধারণত তারা Verb হিসেবে কাজ করে। অল্প কিছু ক্ষত্রে Adjective হিসেবে করে। নিচে শব্দের শেষে ate যুক্ত কিছু VERB এর উদাহরণ দেওয়া হল-

tolerate, habituate, fluctuate, relate, accelerate, affiliate, accommodate, calculate, cultivate, circulate, create, deliberate, contemplate, hesitate, dedicate, decorate, facilitate, felicitate etc.

CLUE-22

শব্দের শেষে [ly] থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- ADVERB হিসেবে কাজ করে।
►nicely, smartly, greatly, beautifully, smartly, perfectly, cleverly, effectively, naturally, artificially, daily, occasionally, habitually, simply, gorgeously, skillfully etc.

NOTE: কিন্তু কিছু কিছু শব্দ আছে যাদের শেষে ly থাকা সত্ত্বেও তারা adverb না হয়ে বরং adjective এর মত কাজ করে। যেমনঃ friendly, deadly, manly, heavenly, lovely, burly, chilly, costly, curly, girly, hilly, holy, homely, jolly, lily, kingly, likely, lonely, lively, newly, lordly, oily, motherly, fatherly, silly etc.

CLUE-23

শব্দের শেষে [ain, fy, en, ize/ise] ইত্যাদি  থাকলে সেই শব্দ গুলো সাধারণ parts of speech- VERB হিসেবে কাজ করে।
►abstain, explain, gain, maintain, remain, sustain, amplify, beautify, signify, rectify, clarify, dignify, codify, strengthen, lengthen, earthen, Broaden, darken, fasten, listen, open, realize, organize, hypnotize, Modernize, patronize, apologize, symbolize etc.

NOTE: এই clue গুলো ব্যবহার করে আমরা প্রায় অনেক শব্দের ই characteristic বা Parts of speech বের করতে পারবো। কিন্তু তার মানে এই না যে ইংরেজির সব parts of speech এই clue গুলো ব্যবহার করে খুজে পাওয়া যাবে। তাই আমাদের বেশি বেশি করে vocabulary শিখতে হবে।

Prepared by-
FAYSAL KHAN (FK)
BA, (Hons), MA; English (ELT)
Founder and CET, FKENGLISH
ইংরেজি শিক্ষক এবং কনটেন্ট রাইটার,
উদ্ভাস-উন্মেষ

———————————————-

KNOW MORE GRAMMARS- 

1. Definition and classification of parts of speech.

2. Definition and classification of punctuations.

3. Use of capitalization and punctuation marks.

4. How to make WH Questions.

5. Difference between phrase and idiom. 

———————————————-

Watch Our YouTube Video
FKENGLISH

 


0 Comments

Leave a Reply

error: Content is protected !!