Phrase and Idiom নিয়ে আমাদের অনেকের মাঝেই কিছু confusions রয়েছে। কিছু ক্ষেত্রে একই রকম হওয়ার কারণে আমরা phrase এবং Idiom এর ভেতরে তালগোল পাকীয়ে ফেলি। স্বাভাবিক ভাবে দুটো বিষয় একই মনে হলেও এদের মাঝে বেশ কিছু  পার্থক্য রয়েছে। তাহলে চলুন FKENGLISH এর সাথে আজকে Phrase and Idioms এর মধ্যেকার পার্থ্যক্য গুলো শিখে নেওয়া যাক।

DIFFERENCE BETWEEN PHRASE AND IDIOM -01
একটি Idiom এর সাধারণত একটি মাত্র  fixed meaning থাকে কিন্তু অনেক সময় একটি phrase এর একাধিক meaning থাকে পারে।
যেমনঃ  “TURN OFF” একটি phrase এবং  Turn off  দ্বারা কখনো মোড় ঘুরানো, কখনো বন্ধ করা এবং কখনো চাকরি থেকে ছাটাই করা বুঝাতেও ব্যবহৃত হয়।

DIFFERENCE BETWEEN PHRASE AND IDIOM -02
একটি Phrase এর অর্থ বা expression ঐ phrase এর শব্দ গুলোর দিকে লক্ষ্য করলেই অনেক ক্ষেত্রে বোঝা সম্ভব কিন্তু একটি Idiom এর অর্থ বা expression জানা না থাকলে শুধুমাত্র শব্দ সমূহ দেখে কোন ভাবেই তা বুঝে নেওয়া সম্ভব নয়।
যেমনঃ ‘kick the bucket’ হচ্ছে একটি Idiom. এখন শব্দ দুটোর উপর ভিত্তি করে যদি বাংলা অর্থ তৈরি করতে চাই তাহলে মানে দাঁড়ায়- “বালতিটিকে লাথি মারো” কিন্তু আসলে এর মানে হচ্ছে মৃত্যু বরন করা। সুতরাং, পূর্বে অর্থ জানা না থাকলে একটি idiom এর মানে বের করা নিতান্তই অসম্ভব।

More Examples:
1. It’s raining cats and dogs! → It’s raining very heavily!
2. He is going at a snail’s pace. → He’s going slowly.
3. I feel like a fish out of water. → I feel out of place (or like I don’t belong).

DIFFERENCE BETWEEN PHRASE AND IDIOM -03
A Phrase is always a set of words, অর্থাৎ একটি Phrase এ অবশ্যই একের অধিক শব্দ থাকবে। কিন্তু একটি idiom অনেক সময় শুধুমাত্র একটি  শব্দ দ্বারাও হতে পারে।
যেমনঃ  ‘Moonlighting’ এটি একটি এক শব্দ বিশিষ্ট Idiom যার মানে হচ্ছে 2nd Job বা একটি প্রধান জবের পাশাপাশি রাত্রীকালীন অন্য আরেকটি জব। কিন্তু এই Idiom জানা না থাকলে moonlighting মানে চাঁদ এর আলো ছাড়া আরঅন্য কোন কিছু ভাবাই সম্ভব ছিলো না।
আবার যেমন; ‘cathouse’ এটিও একটি এক শব্দ বিশিষ্ট Idiom, স্বাভাবিক ভাবে বাংলা করলে যার মানে হওয়ার কথা ছিল বিলাই ঘর কিন্তু cathouse এর idiomatic meaning হচ্ছে brothel বা পতিতালয়।

 

Watch Our YouTube Video
FKENGLISH


0 Comments

Leave a Reply

error: Content is protected !!