PARTS OF SPEECH

Parts of Speech; English Grammar এর এক অবিচ্ছেদ্য অংশ। যে কোন Student কে ইংলিশ Grammar শেখার শুরুতেই এই Topic টি শিখতে হয়। But- sorry to say that; অনেক Nine-Ten এর Student এমন কি College level এর student রাও অনেক সময় সঠিক ভাবে এই বিষয়টি বলতেই পারেনা। সত্যি বলতে অনেক সময় তারা বলেই বসে যে “ স্যার, Parts of speech কি তাই ই ঠিক মতন বুঝিই না, noun, pronoun, verb এগুলোতো দূরের কথা!” ছাত্র–ছাত্রীদের আমি দোষ দিচ্ছি না । তারা পারেনা কথাটা বলা একেবারেই ঠিক হবে না বরং তাদের সঠিক ভাবে সহজ উপায়ে শেখানো হইনি বলেই তারা আজ ১০ বছর পর এসেও এই Parts of speech এর কাছে হার মানছে। একটি বিদেশী ভাষা হিসেবে ইংরেজি ভাষাকে যেখানে যথা সম্ভব সহজ করে শেখানোর কথা সেখানে বই-পুস্তক গুলো এই English Grammar কে আরও কঠিন করে ভয়ের কারণ করে দিচ্ছে। আর গতানুগতিক শিক্ষকরা এই বইয়ের বাহিরে সহজ করে যে ইংরেজি শেখাবেন, সেই সৌভাগ্যও যেন ছাত্র-ছাত্রীদের হচ্ছে না।  কিন্তু কোন শিক্ষক ই যে সহজ করে পড়াচ্ছেন না তাও কিন্তু না। শিক্ষক- শিক্ষার্থী কাউকেই দোষ না দিয়ে চলুন খুব সহজেই এই Parts of speech এক দিনেই শিখে নেওয়া যাক।

Parts of speech এই কথাটি শোনা মাত্রই যেন অনেকের কাছে এটি ভিন্ন কোন Grammar Topic মনে হয়। এই Parts of speech কে parts of speech না বলে Parts of sentence বললে যেন ব্যাপারটা অর্ধেক solution হয়ে যায়। Yes!! Parts of speech বলতে যা বুঝায় parts of sentence তাই ই বুঝায়। Parts of sentence দ্বারা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এর মানে হচ্ছে একটি sentence বা বাক্যের বিভিন্ন parts বা অংশ।

একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক। ধর, তোমাকে প্রশ্ন করা হল pars of a Computer  বলতে তুমি কি বুঝ ।তুমি খুব সহজেই answer দিবে যে, Parts of Computer মানে হচ্ছে computer এর বিভিন্ন parts। আর যদি উদাহরণ দিতে বলা হয় তবে খুব সহজেই বলে দিতে পারবে একটি Computer এ কি কি parts আছে। যেমনঃ Monitor, CPU, Mouse, Keyboard etc. সুতরাং খুব স্পষ্ট ভাবেই বোঝা যায় যে একটি computer একাধিক parts এর সমন্বয়ে গঠিত। আর computer এর সকল parts গুলোকে একত্রে parts of Computer বলে।

এবার মূল কথায় আসা যাক। একটি Computer যেমন অনেক গুলো parts নিয়ে গঠিত ঠিক একটি sentence ও একাধিক Parts বা Words নিয়ে গঠিত । আর এই সকল parts/words গুলোকে একত্রে parts of speech/ Sentence বলে। একটি Computer এ প্রয়োজন অনুসারে অসংখ্য parts থাকলেও একটি sentence এ parts এর সংখ্যা সর্বোচ্চ ৮ টি । একটি computer এর ক্ষেত্রে যেমন সকল parts না থাকলেও computer চলতে পারে ঠিক একটি sentence তৈরি করতে যে এই ৮ টি Parts ই একত্রে লাগবে তা কিন্তু না । প্রয়োজন অনুসারে ৩ টি , ৪ টি , ৫ টি এবং কখনো ৮ টি ও  লাগতে পারে তবে এক সাথে একটি বাক্যে ৮ টি ৮ ধরণের parts of speech এর ব্যব্যহার একেবারেই বিরল। সাধারণত একটি কম্পিউটারে এক ধরনের Parts একের অধিক না থাকলেও একটি Sentence এ একই ধরনের parts/words প্রয়োজনঅনুসারে একের অধিক থাকতেই পারে। খুব সোজা করে বললে- বাক্যের প্রতিটি word কেই এক একটি Part of speech বা Part of sentence বলে।

যেমন ধর, We learn English daily একটি ইংরেজি বাক্য। এখানে গুণে দেখ ৪টি শব্দ আছে। আর এখানে এই ৪টি শব্দই চারটি আলদা Parts of speech.

অনেক তো প্যাচাইলাম তাই না! এবার জেনে নেওয়া যাক, sentence এর Parts গুলো কি কি।

There are eight kinds of parts of speech. They are as follows……

  1. Noun
  2. Pronoun
  3. Verb
  4. Adverb
  5. adjective
  6. Preposition
  7. Conjunction
  8. Interjection

এই প্রতিটি Parts of speech এরই আবার অনেক গুলো শাখা-প্রশাখা আছে। এই লেকচার শিটে আমরা শুধু মাত্র এদের সম্পর্কে একদম basic তথ্যগুলো জানবো। পরবর্তীতে প্রতিটি parts of speech এর উপর আলাদা আলাদা করে বিস্তারিত ভাবে জানবো, ইন শা আল্লাহ!

তো শুরু করা যাক………

NOUN, Parts of speech

NOUN

এই পৃথিবীতে যত কিছুই থাকুক না কেন প্রতিটি প্রাণীবাচক বা বস্তুবাচক জিনিসেরই একটি না একটি নাম আছে। এই প্রতিটি নাম ই হচ্ছে একটি Noun (বিশেষ্য) ।। অর্থাৎ যে word দ্বারা যে কোন কিছুরই নাম প্রকাশ পাক না কেন, সেটিই একটি Noun.

Definition:যে word বা শব্দ দ্বারা কোন কিছুর নামকে বুঝানো হয় তাকেই Noun (বিশেষ্য) বলে ।। Noun is nothing but a naming word.

Examples: Abir, Rohan, Man, woman, People, rice, oil, honesty etc.

উদাহরণের প্রতিটি Noun এর আবার এক একটি আলাদা নাম আছে ।। পরবর্তীতে শুধুমাত্র Noun নিয়ে যখন আলোচনা করা হবে তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে, ইন শা আল্লাহ ।

PRONOUN, Parts of speech

PRONOUN

Pro শব্দের অর্থ হচ্ছে পক্ষে বা স্বপক্ষে। তাহলে Pro- Noun মানে দ্বারায় Noun এর পক্ষে বা Noun এর স্বপক্ষে। হুম! ঠিক ই ধরেছছো। Noun এর পক্ষে যে বা যাকে ব্যবহার করা হয় তাকেই Pronoun বলে ।।

Definition: Noun এর বার বার ব্যবহার বাদ দেওয়ার জন্য এবং বাক্যকে শ্রুতিমধুর করার জন্য Noun এর পরিবর্তে যে word ব্যবহার করা হয় তাই হচ্ছে Pronoun. The word that is used on behalf of a noun is called a Pronoun.

Examples: Abir is a good student. Abir is very obedient to Abir’s parents. Abir also goes to school regularly. Above all, we all love Abir’s attitude.

Abir is a good student. He is very obedient to his parents. He goes to school regularly. Above all, we all love his attitude.

২য় বাক্যে Abir এর পুনঃপুন ব্যবহার বাদ দিয়ে এই যে He, His ব্যবহার করা হয়েছে, এরাই হচ্ছে Pronoun অর্থাৎ Noun এর পক্ষে ব্যবহৃত word.

VERB, Parts of speech

VERB

Verb হচ্ছে একটি sentence এর heart বা প্রাণ । একটি কম্পিউটার যেমন Mother Board, Processor ছাড়া চিন্তাই করা যায়না ঠিক Verb ছাড়া একটি বাক্য তৈরি করাও অসম্ভব।

Definition: Verb শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া । যে word দ্বারা কোন কিছু করা বুঝায় তাকেই Verb বলে ।।

The verb is an action word. The word that is used to express any act, action or occurrence is called a verb.

Examples: Do, Live, play, read etc.

Verb বিষয়টি অনেক বিস্তারিত । পরবর্তীতে Verb নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, ইন শা আল্লাহ!

ADJECTIVE, Parts of speech

ADJECTIVE

ধর, তোমার নাম আবির। তোমার সম্পর্কে ভালো-মন্দ কোন কিছু বলতে যে Word ব্যবহার করা হবে বা হয় তাকেই adjective বলে। অর্থাৎ যে word ব্যবহার করে কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোন তথ্য দেওয়া হয় তাকেই adjective বলে।

Abir is a frank boy. (আবির একটি সহজ সরল ছেলে ). The man was innocent. (মানুষটি নিষ্পাপ ছিল)

এখানে frank শব্দটি আবির সম্পর্কে তথ্য দেয় যে আবির ছেলেটি frank, সুতরাং frank একটি adjective, অন্য দিকে Innocent শব্দটি The man সম্পর্কে তথ্য দেয় যে মানুষটি কেমন ছিল । অর্থাৎ মানুষটি নিষ্পাপ ছিল, সুতরাং Innocent শব্দটি এখানে একটি Adjective .

Definition: বইয়ের ভাষায়, যে word দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর দোষ-গুন, অবস্থা, সংখ্যা, পরিমাপ নির্দেশ করা হয় তাকেই Adjective (বিশেষণ) বলে। The word that refers to the guilt, virtue, position, condition, situation or amount is called an adjective.

Examples: Honest, Poor, happy, Deep, One, first etc.

ADVERB, Parts of speech

ADVERB

তেল দেওয়া বা পাম দেওয়া বুঝ ? তেল দেওয়া বা পাম দেওয়া মানে হচ্ছে কোন কিছুকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা। অর্থাৎ যা না তার থেকে একটু বেশি বেশি বলা।

এটি বিশেষ করে Verb এবং Adjective কে তেল দিয়ে থাকে। এমন কি Adverb নিজেকেও অনেক সময় তেল দিয়ে থাকে। Adverb সাধারণত Verb, adverb অথবা adjective এর আগে বসে এদের অর্থকে একটু বিশেষায়িত করে থাকে।

কি ঠিক মতন মাথায় ঢুকলোনা? নিচের বাক্যটি লক্ষ্য কর।

  1. Abir is a good boy. He can speak English. He can also write English nicely.
  2. Abir is a very good boy. He can clearly speak English. He can also write English so nicely.

Note: ২য় বাক্যটি খেয়াল কর। good একটি adjective, এর আগে Very বসে তা Good কে আরও তিব্র করে বাড়িয়ে বলছে । speak একটি Verb, এর আগে Clearly বসে তা speak কে আরও বিশেষায়িত ভাবে নির্দেশ করছে।। আর একেবারে শেষে Nicely adverb এর আগে so বসে তা Nicely Adverb কে আরও বেশি বাড়িয়ে বলছে।  Good, speak এবং Nicely এই শব্দ গুলো কিন্তু প্রথম sentence এ খুব স্বাভাবিক ভাবেই ছিল কিন্তু ২য় বাক্যে Very, clearly, so এদেরকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলেছে অর্থাৎ তেল বা পাম দিয়ে বলছে। সাধারণত adverb চেনার সহজ উপায় হচ্ছে adjective এর শেষে ly যোগ থাকলেই তারা adverb, তবে সব ক্ষেত্রে না ।

PREPOSITION, Parts of speech

PREPOSITION

Preposition word টা দ্বারা খুব সহজেই বোঝা যায় যে pre মানে পূর্বে এবং Position মানে অবস্থান অর্থাৎ Prepositionশব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। English Grammar অনুসারে যে word কোন Noun বা Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন Part of speech এর সাথে একটি connection তৈরি করে দেয় তাকেই Preposition বলে ।।

Examples: I am going. এখানে কোন Preposition ই নেই। কিন্তু I am going to school. এখানে Noun; school এর আগে Preposition “To” বসেছে এবং to ; going এর সাথে একটা Connection তৈরি করে দিয়েছে।

  • I love to study.
  • They are now in the playground.
  • I am now busy with my work.

CONJUNCTION, Parts of speech

CONJUNCTION

আমরা সবাই ঘটক জিনিসটা বুঝি। ঘটক হচ্ছে এমন একজন ব্যক্তি যার কাজ ই হচ্ছে ২ যায়গার ২ জন মানুষ কে একত্রে করে দিয়ে একটি পরিবার তৈরি করে দেওয়া। অর্থাৎ ২ জন single মানুষ তাদের একাকীত্ব জীবন শেষ করে ঘটকের সাহায্যে Mingle হয়ে যায়। Conjunction এর কাজ ও ঠিক একই। Conjunction ঘটকের মতনই ২ টি আলাদা আলাদা sentence কে একত্রে যুক্ত করে একটি Compound or complex sentence তৈরি করে দেয় ।

Examples: And, but, or, because, since, as etc.

  1. I went to the market and my brother went to school.
  2. I tried hard but I could not win.
  3. My friend came to my home because I was too much ill.

NOTE: And, or, because এর যদি sentence মাঝে না থাকতো তবে কখনই দুটো sentence কে এক সাথে করা যেত না । Conjunction মুলত তিন প্রকার। এদের নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে, ইন শা আল্লাহ ।INTERJECTION, Parts of speech

INTERJECTION

ধর, তুমি তোমার কোন এক বন্ধুকে একটা ঘুষি দিলেন আর সে বলে উঠলো “ উহ ! ব্যথা পাইছি ।” এই ‘উহ’ টাই হচ্ছে Interjection .

English Language এ যে সকল word দ্বারা মনের যে কোন ধরনের আবেগ বা অনুভূতি প্রকাশ করা হয় তাকেই Interjection বলে আর Interjection এর পরে অবশ্যই একটি বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হয়।

Examples: Hurrah ! Yahoo ! Yappi ! Alas ! fie !Hush ! Uff ! Shit !Damn! WOW!

 

Prepared by-
FAYSAL KHAN (FK)
BA, (Hons), MA; English (ELT)
Founder and CET, FKENGLISH
ইংরেজি শিক্ষক এবং কনটেন্ট রাইটার,
উদ্ভাস-উন্মেষ


0 Comments

Leave a Reply

Basic
The Eight
Way of Finding
Transformation
Categories:

error: Content is protected !!